ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অধ্যাপক মোজাফফর স্মরণে ১৪ দলের শোক সভা সোমবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
অধ্যাপক মোজাফফর স্মরণে ১৪ দলের শোক সভা সোমবার

ঢাকা: সদ্য প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমদের স্মরণে শোকসভা করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। সোমবার (০২ সেপ্টেম্বর) রাজনৈতিক জোটটির উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়েছে। 

এছাড়া আগামী ১৪ সেপ্টেম্বর ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হবে।

শনিবার (৩১ আগস্ট) ১৪ দলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

 

মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা এদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা, ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ গত ২৩ আগস্ট রাতে প্রয়াত হন।

প্রেস বিজ্ঞপ্তিতে ১৪ দল জানায়, বর্ষিয়ান রাজনীতিক মোজাফফর আহমদের স্মরণে সোমবার বেলা ১১টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শোক সভা অনুষ্ঠিত হবে। ১৪ দলের উদ্যোগে আয়োজিত এ শোক সভায় ১৪ দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখবেন।

এছাড়া আগামী ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় ১৪ দলের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত দণ্ডিত খুনিদের বিদেশ থেকে ফেরত আনার বিষয়ে পদক্ষেপ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন বলে ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

এ দিকে ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জানান, আগামী ১৪ সেপ্টেম্বর অধ্যাপক মোজাফফর আহমদ স্মরণে ন্যাপের উদ্যোগ জাতীয় শোক সভার আয়োজন করা হয়েছে। এই শোক সভায় সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।