ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা ও হেলালের মুক্তির দাবিতে খুলনায় সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
খালেদা ও হেলালের মুক্তির দাবিতে খুলনায় সমাবেশ খালেদা ও হেলালসহ বন্দিদের মুক্তির দাবিতে খুলনায় বিএনপির সমাবেশ ও মিছিল।

খুলনা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলালসহ বন্দিদের মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় খুলনা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে খুলনা জেলা বিএনপির সহ সভাপতি খান জুলফিকার আলী জুলুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মোস্তফা উল বারী লাভলু, খুলনা জেলা যুবদলের সভাপতি শামীম কবির, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়বুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি একরামুল হক হেলাল, খুলনা জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, ওলামাদল সভাপতি হাফেজ ফারুক হোসেন, খুলনা জেলা জাসাসের আহ্বায়ক শহিদুজ্জামান খান শহীদ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার নিজেদের আখের গোছাতে ব্যস্ত সময় পার করছে। দেশের মানুষ আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে নাভিশ্বাস ফেলছেন। প্রতিবাদ করলেই জেল-জুলুম নির্যাতন আসছে। রাজপথের আন্দোলনের মাধ্যমেই হবে এ সরকারের সব অপকর্মের বিচার। দেশের জনগণ এ সরকারের অত্যাচার প্রতিহত করতে প্রস্তুতি নিচ্ছে।

বক্তারা বেগম খালেদা জিয়া এবং আজিজুল বারী হেলালসহ বন্দিদের মুক্তির দাবি জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক ওহেদুজ্জামান রানা, নারীদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেতারা, ওলামাদল সাধারণ সম্পাদক হাফিজ  মাওলানা নজরুল ইসলাম, শ্রমিকদল সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, ছাত্রদল সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, জাসাসের সদস্য সচিব শহিদুল ইসলাম সহিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এমআরএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।