ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মানুষ এখন পরিবর্তন চায়: জি এম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
মানুষ এখন পরিবর্তন চায়: জি এম কাদের

ঢাকা: মানুষ এখন পরিবর্তন চায়। সত্যিকারের পরিবর্তনের জন্য মানুষ এখন জাতীয় পার্টিকে (জাপা) চায় বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। 

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে যমুনা ফিউচার পার্ক মিলনায়তনে জাপা ঢাকা জেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

জি এম কাদের বলেন, দেশের মানুষ বিকল্প শক্তি হিসেবে জাপাকেই আশা করছে।

  দেশের সাধারণ মানুষের ভরসার একমাত্র স্থান জাপা।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে তাদের সফলতার পাশাপাশি ভুলের খাতাও দীর্ঘায়িত হচ্ছে। এজন্য দলে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। দলকে নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে শক্তিশালী করতে হবে।

জাপা চেয়ারম্যান বলেন, জনগণ চায় জাপা রাজনীতিতে বিকল্প শক্তি হিসেবে গড়ে  উঠুক।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি প্রান্তে জাপার সমর্থক বাহিনী আছে। জাপার ঐতিহ্য আছে দেশে সুশাসন দেওয়ার। অভিজ্ঞতা আছে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে দেশ পরিচালনার। তাই দেশের মানুষ জাপার ওপরেই আস্থা রাখে।

সম্মেলনে জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, জাপাতে জি এম কাদের, রওশন এরশাদকে ঘিরে যে বিভাজন তৈরি হয়েছিল, সেই সংকট থেকে উত্তরণ ঘটিয়েছি আমি। দলকে সুসংগঠিত করতে হলে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।  

তিনি আরও বলেন, জাপাকে ঘিরে রংপুরবাসীর যেই ভরসা, সেই ভরসা আমি ভাঙতে দেবো না।

জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা জেলা জাপার সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন- জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এস এম ফয়সল চিশতী, সাইফুদ্দীন আহমেদ মিলন, আলমগীর সিকদার লোটন, নাজমা আকতার।  

আরও বক্তব্য রাখেন- চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, নুরুল ইসলাম নুরু, জহিরুল আলম রুবেল, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।

সম্মেলনে সালমা ইসলামকে জাপা ঢাকা জেলার নতুন সভাপতি ঘোষণা করেন জাপা চেয়ারম্যান। আগামী ১০ দিনের মধ্যে সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করে চেয়ারম্যান বরাবরে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।