রোববার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিজয়ের মাসের প্রথমদিনে পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত পতাকা মিছিল-সমাবেশে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, লুটেরা বুর্জোয়া দলগুলো মুক্তিযুদ্ধের পথ পরিত্যাগ করে দেশ চালাচ্ছে মুক্তিযুদ্ধের বিপরীত ধারায়।
সিপিবি সভাপতি বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্নসাধ বাস্তবায়িত হওয়া দূরে থাক, দেশ এখন চলছে মুক্তিযুদ্ধের বিপরীত ধারায়। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ তথা মুক্তিযুদ্ধের মূলভিত্তি এখন ভূলুণ্ঠিত।
তিনি বলেন, কমিউনিস্টরা মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে যেতে দেবে না। লুটেরা বুর্জোয়া শক্তি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেও, সিপিবি মুক্তিযুদ্ধের পতাকা নিয়েই অগ্রসর হবে, মুক্তিযুদ্ধের স্বপ্ন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইকে অগ্রসর করে নেবে।
দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে কমরেড সেলিম বলেন, দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ায় জনগণ দিশেহারা। লুটপাট, বৈষম্য, নৈরাজ্য বেড়েই চলেছে। এ অবস্থা বদলাতে গণআন্দোলন গড়ে তুলতে হবে। দুঃশাসন হটাতে, জনজীবনের দাবিতে সিপিবি রাজপথে লড়াই করছে এবং করবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন। এছাড়া সমাবেশে সিপিবির কেন্দ্রীয় কমিটি ও ঢাকা কমিটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে কমরেড মনজুরুল আহসান খানসহ দেশের বিভিন্ন স্থানে কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীদের ওপর ধারাবাহিক হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়।
সমাবেশ শেষে জাতীয় পতাকা ও কাস্তে-হাতুড়ি খচিত লাল পতাকার মিছিল করা হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিভবনে গিয়ে শেষ হয়। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে পতাকা মিছিল করেছে সিপিবি।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
আরকেআর/ওএইচ/