ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাপার ১০১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
জাপার ১০১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) নবম জাতীয় সম্মেলন উপলক্ষে ১০১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। 

সোমবার (২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পার্টি চেয়ারম্যান জি এম কাদের এ কমিটির আহ্বায়ক ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

পার্টি চেয়ারম্যান সম্মেলন বাস্তবায়নের জন্য নয়টি উপ-কমিটি ও নির্বাচন কমিশনের নাম ঘোষণা করেছেন।  

সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা।  

কমিটির সদস্যরা হলেন- পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, প্রেসিডিয়াম সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এম এ সাত্তার, আবুল কাশেম, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, মো. হাফিজ উদ্দিন, গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, ফকরুল ইমাম, মুজিবুল হক চুন্নু, নুর-ই-হাসনা লিলি চৌধুরী, অ্যাডভোকেট সালমা ইসলাম, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মাসুদ পারভেজ (সোহেল রানা), মো. হাবিবুর রহমান, সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. আজম খান, এ টি ইউ  তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান আতিক, নাসরিন জাহান রতনা, আব্দুর রশীদ সরকার, মেজর (অব.) খালেদ আখতার, মজিবুর রহমান সেন্টু, ব্যারিস্টার দিলারা খন্দকার, মো. শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, পীরজাদা শফিউল্লাহ আল মনির, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, মোস্তাফিজার রহমান মোস্তফা, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, মিজানুর রহমান, সৈয়দ দিদার বখত, কাজী মামুনুর রশীদ, জাফর ইকবাল সিদ্দিকী, নাজমা আক্তার, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, মো. এমরান হোসেন মিয়া, মেজর (অব.) রানা মো. সোহেল, রওশন আরা মান্নান, শফিকুল ইসলাম জিন্নাহ, ডা. রুস্তম আলী ফরাজী, আহসান আদেলুর রহমান, লিয়াকত হোসেন খোকা, নুরুল ইসলাম তালুকদার, পীর ফজলুর রহমান মেজবাহ, এ কে এম সেলিম ওসমান, পনির উদ্দিন আহমেদ, রাহগির আল মাহি সাদ (এরশাদ)।  

পার্টির ভাইস চেয়ারম্যানদের মধ্যে রয়েছেন- মোর্শেদ মুরাদ ইব্রাহিম, নাসির মাহমুদ, এম এ তালহা, মেহজাবিন মোর্শেদ, মিসেস শরিফা কাদের, সালাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট শামসুল আলম মাস্টার, আবু বক্কর, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, মো. আরিফুর রহমান খান, দেওয়ান আলী, বাহাউদ্দিন আহমেদ বাবুল, নুরুল ইসলাম নুরু, আমানত হোসেন আমানত, সরদার শাহজাহান, মেহেরুন্নেসা খান হেনা, শাফিন আহমেদ, নিগার রানী সুলতানা, মোস্তাকুর রহমান মোস্তাক, শফিকুল ইসলাম শফিক, জহিরুল আলম রুবেল, মোস্তফা আল মাহমুদ।  

পার্টির যুগ্ম মহাসচিবদের মধ্যে রয়েছেন- গোলাম মোহাম্মদ রাজু, শেখ আলমগীর হোসেন, আশরাফ সিদ্দিকী, নুরুল ইসলাম ওমর, ইয়াহ ইয়া চৌধুরী, মো. নোমান মিয়া, হাসিবুল ইসলাম জয়, শফিউল্লাহ শফি, মো. মনিরুল ইসলাম মিলন, সুলতান আহমেদ সেলিম, আমির উদ্দিন আহমেদ ডালু, অ্যাডভোকেট সাহিদা রহমান রিংকু।  

উপ-কমিটিতে যারা আছেন
শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু, গোলাম মোহাম্মদ রাজু, সদস্য সচিব আলমগীর সিকদার লোটন।

অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক এস এম ফয়সল চিশতী, যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান খান, লিয়াকত হোসেন খোকা, সদস্য সচিব জহিরুল আলম রুবেল।

প্রচার উপ-কমিটির আহ্বায়ক সাইফুদ্দিন আহমেদ মিলন, যুগ্ম আহ্বায়ক মোস্তফা আল মাহমুদ, সদস্য সচিব মনিরুল ইসলাম মিলন, সদস্য খুরশেদ আলম খুশু, শাহাদৎ কবির চৌধুরী, সৈয়দ মোহাম্মদ ইফতেখার আহসান হাসান।  

দফতর উপ-কমিটির আহ্বায়ক রেজাউল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব সুলতান মাহমুদ, সদস্য এম এ রাজ্জাক খান, আনিস উর রহমান খোকন, মাহবুব আলম খোরশেদ।

আন্তর্জাতিক উপ-কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান মাহমুদ, সদস্য সচিব মেজর (অব.) আশরাফ উদ দৌলা।

অর্থ উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সালমা ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক চুন্নু, সদস্য সচিব এ টি ইউ তাজ রহমান।

সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক মাসুদ পারভেজ (সোহেল রানা), যুগ্ম আহ্বায়ক শাফিন আহমেদ, সদস্য সচিব মো. নাজমুল খান।

আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক সাহিদুর রহমান টেপা, সদস্য সচিব জহিরুল ইসলাম জহির।  

মঞ্চ উপ-কমিটির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাকুর রহমান মোস্তাক, সদস্য সচিব হাসিবুল ইসলাম জয়।

উক্ত উপ-কমিটিসমূহে প্রয়োজনীয় সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত করা হবে।  

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, সদস্য সুনীল শুভ রায় ও অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।