ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নানিয়ারচরে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
নানিয়ারচরে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় গিরি চাকমা (৪০) নামে ইউপিডিএফ প্রসীত গ্রুপের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। 

বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার দুর্গম সাবেক্ষং ইউনিয়নের বড়পুল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাবেক্ষং ইউনিয়নের বড়পুল এলাকায় একটি গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহত ব্যক্তির নাম গিরি চাকমা। তিনি ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী হিসেবে এলাকায় পরিচিত।  

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।