ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

২৮-২৯ ফেব্রুয়ারি জাসদের কেন্দ্রীয় সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
২৮-২৯ ফেব্রুয়ারি জাসদের কেন্দ্রীয় সম্মেলন

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় সম্মেলন আগামী ২৮ ও ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে জাসদের কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  

সভায় মীর হোসেন আকতারকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, শহিদুল ইসলাম ও উম্মে হাসান ঝলমলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এছাড়া সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেনকে অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক করা হয়েছে।  

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নতুন পর্বের সূচনা হয়েছে। রাজনীতির এ নতুন পর্বে জাসদ সুশাসনের জন্য উত্থাপিত দাবি-দাওয়াকে সামনে রেখে আগামীদিনের আন্দোলন কর্মসূচি পরিচালনা করবে।

হাসানুল হক ইনুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- জাসদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরিন আক্তার, কার্যকরী সভাপতি রবিউল আলম, মীর হোসেন আখতার, আফরোজা হক, শহীদুল হক, উম্মে হাসান ঝলমল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘন্টা, ডিসেম্বর ৭, ২০১৯
আরকেআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।