ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিজয় র‌্যালিতে হামলাকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
বিজয় র‌্যালিতে হামলাকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বিজয় র‌্যালিতে স্বাধীনতাবিরোধীরাই হামলা চালিয়েছে বলে দাবি করেছে জেলা আওয়ামী লীগ। 

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা দাবি করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি।  

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিজয়ের মাস উপলক্ষে সরকারি কলেজের আয়োজনে মুক্তিযোদ্ধা, ছাত্র-জনতা বিজয় র‌্যালি বের করেছিল।

মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বিএনপি স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই। এ কারণে বিজয় মিছিলে পেছন থেকে হামলা চালিয়েছে।

এ সময় সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টিএম সোহেল বলেন, এ হামলাকে খাটো করে দেখার কারণ নেই। এটি মুক্তিযুদ্ধের ওপর হামলা, ছাত্র-জনতার ওপর হামলা। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।  

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সহ-সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রিয়াজ উদ্দিন ও পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।  

এদিকে সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয়পক্ষের অন্তত ৪০ নেতাকর্মী আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে শহরের ইবি রোড এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি একে অপরকে দায়ী করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।