ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে আ’লীগের সম্মেলন সোমবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
বাগেরহাটে আ’লীগের সম্মেলন সোমবার সম্মেলন স্থানের গেট। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাট জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার (৯ ডিসেম্বর। ইতোমধ্যে সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা আওয়ামী লীগ।

বাগেরহাট শহরের রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ শহরের সর্বত্রই শোভা পাচ্ছে দলীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার, পোস্টার ও ফেস্টুন।

খুলনা-বাগেরহাট মহাসড়কের কুদির বটতলা এলাকা থেকে দড়াটানা সেতু পর্যন্ত বিভিন্ন নেতার নামে তোরণ করেছে জেলা আওয়ামী লীগ।

এ সম্মেলনে জেলার শীর্ষ পদে কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকায় নেতাদের মধ্যে তেমন কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই। তারপরও উৎসবের কোনো কমতি নেই সম্মেলনকে ঘিরে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে একই স্থানে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সে হিসেবে ৪ বছর ১০ মাস পড়ে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে সম্মেলন উপলক্ষে রোববার (৮ ডিসেম্বর)  দুপুরে শহরের রেল রোডস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু। এসময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি আব্দুর রহিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, আওয়ামী লীগ নেতা সরদার বদীউজ্জামান, আবুল হাশেম শিপন, শেখ ইলয়াস হোসেন, নিহার রঞ্জন সাহা, তালুকদার আব্দুল বাকি, সরদার নাসির উদ্দিন, শেখ সেলিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন।  ছবি: বাংলানিউজসোমবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য এ সম্মেলনের উদ্বোধন করবেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-  শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্পন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মির্জা আজম, এসএম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।

সভাপতিত্ব করবেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।