ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যুক্তরাজ্যে বিজয়ী ৪ বাংলাদেশিকে জাপা চেয়ারম্যানের অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
যুক্তরাজ্যে বিজয়ী ৪ বাংলাদেশিকে জাপা চেয়ারম্যানের অভিনন্দন

ঢাকা: যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে চার বাংলাদেশি বংশোদ্ভূত নারী পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় তিনি বিজয়ীদের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

 

অভিনন্দন বার্তায় জিএম কাদের বলেন, রুশনারা আলী টানা চারবার, টিউলিপ সিদ্দিকী ও রুপা হক টানা তিনবার এবং আফসানা বেগম প্রথমবারের মতো নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছেন। তারা প্রমাণ করেছেন যোগ্যতা, দক্ষতা আর জনপ্রিয়তায় বাংলাদেশি বংশোদ্ভূতরা অসাধারণ।  

জাপা চেয়ারম্যান আশা প্রকাশ করেন বন্ধুপ্রতিম বৃটেনের নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে চার বাংলাদেশি বংশোদ্ভূত নারী পার্লমেন্ট সদস্য নির্বাচিত হওয়ায় অনুরূপ অভিনন্দন জানিয়েছেন জাপার মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।  

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।