ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

কুড়িগ্রাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে পুরাতন পোস্ট অফিসপাড়ার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। এরপর কার্যালয়ের সামনে সভা করেন কুড়িগ্রামে জেলা বিএনপির নেতাকর্মীরা।

এসময় বক্তব্য রাখেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, বিশেষ মহলের ইশারায় জামিন আবেদন খারিজ করে খালেদা জিয়ার মুক্তি আটকে রাখা হয়েছে। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবি করেন তারা।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।