ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

না’গঞ্জে বিএনপির ৩শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
না’গঞ্জে বিএনপির ৩শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ: নারায়াণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া দলের ১৯ জনের নামোল্লেখ করে ৩শ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পর্যন্ত অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেফতার করা হয়।

নারায়াণগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ছাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সিনিয়র সহ সভাপতি সাখাওয়াত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ ১৯ জনের নামীর এবং ৩শ অজ্ঞাতপরিচয় নেতাকর্মী।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-২) শফিউল আজম বাংলানিউজকে জানান, অরাজকতা সৃষ্টির চেষ্টা, পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।