ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগের সম্মেলনে আমন্ত্রণ পেলেন বিএনপির ৪ নেতা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
আ’লীগের সম্মেলনে আমন্ত্রণ পেলেন বিএনপির ৪ নেতা 

ঢাকা: আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতাকে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ সিপু গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কার্ড পৌঁছে দেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু সিপুর কাছ থেকে কার্ড গ্রহণ করেছেন।



বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রিয়াজ উদ্দিন নসু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিএনপির চারজন নেতার নামে আলাদা চারটি কার্ড দিয়ে গেছেন জিয়াউদ্দিন সিপু।

যাদের নামে কার্ড দেওয়া হয়েছে তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস।

দেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন আগামী ২০ ও ২১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। তিনবছর পর পর আওয়ামী লীগের এই জাতীয় সম্মেলন হয়।
 
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।