ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগের উপদেষ্টা পদে থাকলেন জয়নাল হাজারী

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
আ’লীগের উপদেষ্টা পদে থাকলেন জয়নাল হাজারী

ঢাকা: সদ্য গঠিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য পদে বহাল রয়েছেন ফেনীর জয়নাল হাজারী।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের নেতৃত্বাধীন কমিটি গঠনের পর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্যদের নাম ঘোষণা করা হয়।

৫১ সদস্যের আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের ৪০ সদস্যের নাম ঘোষণা করা হয়।

এতে ফেনীর জয়নাল হাজারীর নামও রয়েছে।

এর আগে চলতি বছরের অক্টোবর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে সদস্যপদ পান জয়নাল হাজারী।

১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন জয়নাল হাজারী। ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।  

২০০৪ সালে বহিস্কারের পর দীর্ঘ দেড় দশক পর চলতি বছর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে সদস্য পদে পেয়ে রাজনীতিতে ফেরেন জয়নাল হাজারী।

পড়ুন>>আ’লীগের সভাপতি শেখ হাসিনা, সা. সম্পাদক ওবায়দুল কাদের

বহুল আলোচিত-সমালোচিত নাম জয়নাল হাজারী। ২০০১ সালের ১৬ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথ বাহিনী জয়নাল হাজারীর বাড়িতে অভিযান চালায়। সে সময় তিনি আত্মগোপনে ভারত চলে যান। পরে ২০০৪ সালে জয়নাল হাজারীকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করেন জয়নাল হাজারী এবং সব মামলা থেকে অব্যাহতি পান।  

সদ্য ঘোষিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন- ডা. এস এ মালেক, আবুল মাল আব্দুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, অ্যাডভোকেট মো. রহমত আলী, এইচ টি ইমাম, ড. মশিউর রহমান, অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ব্যারিস্টার শফিক আহমেদ, সৈয়দ আবু নসর অ্যাডভোকেট, শ্রী সতীশ চন্দ্র রায়, অধ্যাপক ড. আব্দুল খালেক, অধ্যাপক ডা. রুহুল হক, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, কাজী আকরাম উদ্দীন, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অধ্যাপক ড. অনুপম সেন, অধ্যাপক ড. হামিদা বানু, অধ্যাপক ড. মো. হোসেন মনসুর, অধ্যাপিকা সুলতানা শফি, এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, গোলাম মওলা নকশবন্দি, ড. মির্জা এমএ জলিল, ড. প্রণব কুমার বড়ুয়া, মে. জে. (অব.) আব্দুল হাফিজ মল্লিক, অধ্যাপক ড. সাইদুর রহমান খান, ড. গওহর রিজভী, মো. রাশিদুল আলম, স্থপতি ইয়াফেস ওসমান, কাজী সিরাজুল ইসলাম, মকবুল হোসেন, মোজাফফর হোসেন পল্টু, অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, মুকুল বোস, সালমান এফ রহমান, ইনাম আহমেদ চৌধুরী, আতাউর রহমান ও জয়নাল হাজারী।
 
বাকি পদগুলো পরবর্তীতে আলোচনা করে পূরণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী সভাপতি শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এসকে/এমইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।