ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পলাশবাড়ী উপজেলা শিবির সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
পলাশবাড়ী উপজেলা শিবির সভাপতি গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সুলতান মাহমুদকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলার সাদুল্যাপুর উপজেলার কাঁঠাল লক্ষ্মীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সুলতান মাহমুদ ওই গ্রামের আব্দুল জব্বার মাস্টারের ছেলে।

সাদুল্যাপুর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সুলতান মাহমুদের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন খবর পেয়ে দুপুরে নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।