ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচনে বিএনপিকে স্বাগত জানালেন কাদের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
সিটি নির্বাচনে বিএনপিকে স্বাগত জানালেন কাদের

ঢাকা বিশ্ববিদ্যালয়: আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক সাধারণ সভা, পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা-২০১৯ এ প্রধান অতিথির বক্তৃতা  দেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, ঢাকা সিটি নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হবে।

গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাই করতে চান। সিটি করপোরেশন নির্বাচনে কেউ হেরে গেলে আকাশ ভেঙে পড়বে না।  

‘আমরা সুন্দর একটা ইলেকশন দিতে চাই। আমরা ইলেকশন কমিশনকে নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন ভূমিকা পালনে সর্বাত্মক সহযোগিতা করবো। ’

বাংলাদেশ সময়: ১৩৪৪  ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।