ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

নরসিংদী: সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ে দেশ ও জাতিকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই বাংলাদেশের মাটিতে সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ এবং মাদক ব্যবসায়ীদের ঠাঁই হবেনা বলেও মন্তব্য করেন তিনি।



বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমানে মাথাপিঁছু আয় বাড়া ও দারিদ্র্যের হার ক্রমাগত হ্রাস এবং বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। এ অর্জন সম্ভব হয়েছে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে। সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ করছেন শেখ হাসিনা, অচিরেই আমরা সে লক্ষ্যে পৌঁছে যাব। বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।

নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন, মনোহরদীর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, মনোহরদী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।