ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি নাজমা, সম্পাদক নজরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি নাজমা, সম্পাদক নজরুল

ফেনী: ফেনী জেলা জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ফেনী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাজমা আক্তারকে সভাপতি ও ইঞ্জিনিয়ার খোন্দকার নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খোন্দকার নজরুল ইসলাম।

তিনি বলেন, গত ২৪ ডিসেম্বর জাপার চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি এ কমিটি অনুমোদন করেন।

কমিটির প্রথম সদস্য হচ্ছেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

সদস্য পদে আরও রয়েছেন মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, এম এম ইকবাল আলমগীর। নতুন কমিটিকে আগামী এক মাসের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইঞ্জিনিয়ার খোন্দকার নজরুল ইসলাম জানান, জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে একটি শক্তিশালী সংগঠন বানাতে সর্বোচ্চভাবে কাজ করে যাবো। তিনি এ জন্য দলীয় নেতাকর্মীসহ সবার সহযোগিতা কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।