ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জিয়াউর রহমানের সমাধিতে কৃষক দলের শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
জিয়াউর রহমানের সমাধিতে কৃষক দলের শ্রদ্ধা জিয়াউর রহমানের সমাধিতে কৃষক দলের শ্রদ্ধা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা  জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় কৃষক দলের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা এ শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মাদ জসিম, নাজিম উদ্দিন মাস্টার, জামাল উদ্দিন খান মিলন, সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, ঢাকা মহানগরীর সভাপতি অ্যাডভোকেট নাসির হায়দার, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এস কে সাদী, নাসির হাজারী, মো. শরীফ মোল্লা, অধ্যাপক সেলিম হোসেন, মো. আলিম হোসেন, মোজাম্মেল হক মিন্টু সওদাগর, লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার কৃষিবিদ মেহেদি হাসান পলাশ, কে এম রকিবুল ইসলাম রিপন, শফিকুল ইসলাম, এম জাহাঙ্গীর আলম, আব্দুর রাজি, ফেরদাউস পাটোয়ারী, জুলফিকার আলী ভূট্ট প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।