ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে: ডেপুটি স্পিকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে: ডেপুটি স্পিকার

গাইবান্ধা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্রলীগকেও এমন কাজ করে দেখাতে হবে, যা স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

বঙ্গবন্ধুর আদর্শে গড়া এ সংগঠনের নীতি আদর্শ অন্য যে কোনো ছাত্র সংগঠনের চেয়ে আলাদা। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্রলীগকেও এমন কাজ করে দেখাতে হবে যা স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। যাতে ছাত্রলীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে পরবর্তী প্রজন্ম তা থেকে শিক্ষা নেবে।  

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতাদের অন্যতম। তারই কন্যা শেখ হাসিনা নেতা হিসেবে এখন বিশ্বের মডেল। নীতি আদর্শ তাকে অনেক উপরে নিয়ে গেছে।  

আওয়ামী লীগের মত ছাত্রলীগেও মাদক, সন্ত্রাস, টেন্ডারবাজদের  কোনো  স্থান হবে না বলেও উল্লেখ করেন ডেপুটি স্পিকার।

আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, সাঘাটা উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিজার রহমান।

পরে প্রধান অতিথি ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া কেক কেটে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

এর আগে সাঘাটা উপজেলা ছাত্রলীগ উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।