ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বৃহস্পতিবার সিইসির সঙ্গে সাক্ষাৎ করবে জাপা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
বৃহস্পতিবার সিইসির সঙ্গে সাক্ষাৎ করবে জাপা নির্বাচন কমিশনার-জাপা

ঢাকা: জাতীয়পার্টির (জাপা) কো-চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে দলের সাত সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) দুপুর আড়াইটায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করবেন।

 

বুধবার (৮ জানুয়ারি) জাতীয় পার্টি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করবেন তারা।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে থাকছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সংসদ সদস্য (এমপি) সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।