ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশাল মহানগর আ’ লীগের সভাপতি-সা.সম্পাদককে সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
বরিশাল মহানগর আ’ লীগের সভাপতি-সা.সম্পাদককে সংবর্ধনা বরিশাল মহানগর আ’ লীগের সভাপতি-সা.সম্পাদককে সংবর্ধনা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। 

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে নগরের সদর রোডের সোহেল চত্বরের দলীয় কার্যালয়ের সামনে গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর।  

মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

 

অনুষ্ঠানে নগরের ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা ও মহানগরের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে নৌকা সদৃশ ৩০টি ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।  

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা তৃণমূল নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার আহবান জানান।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০ 
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।