ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খুন-ধর্ষণের প্রতিবাদে ১১ জানুয়ারি ঐক্যফ্রন্টের বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
খুন-ধর্ষণের প্রতিবাদে ১১ জানুয়ারি ঐক্যফ্রন্টের বিক্ষোভ

ঢাকা: ঢাবি ছাত্রীকে ধর্ষণসহ সারাদেশে অব্যাহত খুন-ধর্ষণের প্রতিবাদে ১১ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে আরামবাগ গণফোরামের কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

জাতীয় ঐক্যফ্রন্টের মহানগর সমন্বয়ক আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, ১১ জানুয়ারি শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশে খুন-ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হবে।

সমাবেশে প্রধান অতিথি কে থাকবেন জানতে চাইলে তিনি বলেন, এটা পরে সিদ্ধান্ত হবে।  

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঐক্যফ্রন্টের ঢাকা মহানগর সমন্বয়ক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক, গণদলের চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার, গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, নাগরিক ঐক্যের আতিকুর রহমান আতিক, মোফাক্কারুল ইসলাম নবাব, বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আহমেদ, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এমএইচ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।