ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর নির্দেশ বাঙালি মেনে চলতো: শেখ হাসিনা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
বঙ্গবন্ধুর নির্দেশ বাঙালি মেনে চলতো: শেখ হাসিনা 

ঢাকা: ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি থেকে বঙ্গবন্ধু যে নির্দেশ দিতেন বাঙালি সে নির্দেশ মেনে চলতো। বাঙালি তার নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে প্রস্তুতি নিয়েছিলো।

শুক্রবার (১০ জানুয়ারি) প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন।

মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতি শেখ মুজিবের আহ্বানে সাড়া দিয়েছিলো।

‘এ দেশের মানুষ যেন অন্ন পায়, বস্ত্র পায়, চিকিৎসা পায় এটাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। একটা কথা আমরা সবসময় চিন্তা করি, পাকিস্তানের জেলখানায় তাকে আটকে রাখা হয়। সেখানে গরমের সময় প্রচণ্ড গরম, সবসময় একটা রুমে তাকে বন্দি করে রাখা হতো। তিনি সেখানে কীভাবে ছিলেন, কীভাবে সময় কাটিয়েছেন’, বলেন প্রধানমন্ত্রী।  

তিনি বলেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ আজ ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। আমাদের একটা অন্ধকার সময় ছিল। আজ আমরা সে অন্ধকার সময় কাটিয়ে আলোর পথে যাত্রা করেছি।

এ সময় প্রধানমন্ত্রী বাংলার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এমইউএম/এইচএডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।