ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পানছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
পানছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম মরাটিলা এলাকায় মিলন মহেন্দ্র ত্রিপুরা (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সে ওই এলাকার মিলন ভূষণ ত্রিপুরার ছেলে।

শুক্রবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবক প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ কর্মী বলে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়।

তবে এ ঘটনায় ইউপিডিএফের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আঞ্চলিক রাজনীতির বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এসময় একটি পিস্তলও উদ্ধার করা হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ মরদেহ উদ্ধারে গেছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।