ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইভিএমের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব: জিএম কাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
ইভিএমের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব: জিএম কাদের

নীলফামারী:  জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা আশাবাদী এবং মনে করি, ইভিএম পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এটা নিয়ে আগে থেকে আশঙ্কা করার কোনো কারণ নেই। 

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, আমাদের প্রার্থী তো নির্বাচন করার জন্য দাঁড়িয়েছে।

ভবিষ্যতবাণী তো কেউ করতে পারে না। কার জীবনে কতটা স্থায়ীত্ব তা কেউ বলতে পারবে না।

তিনি আরও বলেন, যে কোনো দুর্যোগ মোকাবেলা করা সরকারের দায়িত্ব। এছাড়া আমাদের এমপি-মন্ত্রীরা নতুন নতুন জায়গায় শীতবস্ত্র বিতরণ করছে। কয়েকদিনের মধ্যে এ অঞ্চলে আরও শীতবস্ত্র বিতরণ করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

এ সময় দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, সৈয়দপুর, রংপুর ও কুড়িগ্রাম লালমনিরহাটের পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।