ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নীলফামারী জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ১৬ জানুয়ারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
নীলফামারী জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ১৬ জানুয়ারি

নীলফামারী: দফায় দফায় তারিখ পরিবর্তনের পর অবশেষে আগামী ১৬ জানুয়ারি চূড়ান্ত হয়েছে নীলফামারী জেলা বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন। দুই দফা পেছানোর পর  জেলা শিল্পকলা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে গেল বছরের ১৪ নভেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হলেও সেটি পিছিয়ে করা হয় ২৩ ডিসেম্বর।

সূত্র জানায়, জেলা কমিটি গঠনে অভিযোগ উঠায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়ার নেতৃত্বে একটি টিম নীলফামারী এসে তদন্ত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে রিপোর্ট দেন। বিষয়টি সমাধান হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে চলতি মাসের ১৬ তারিখ দিন ঠিক করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
সম্মেলনের দিন মহাসচিব ছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং উদ্বোধক হিসেবে সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।