ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাজিরপুরে বিশেষ আইনের মামলা থেকে ১৫ বিএনপি নেতাকে অব্যহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
নাজিরপুরে বিশেষ আইনের মামলা থেকে ১৫ বিএনপি নেতাকে অব্যহতি

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে হওয়া বিশেষ আইনের একটি মামলায় ১৫ বিএনপি নেতাকে অব্যহতি দিয়েছেন আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) জেলা দায়রা জজ ওই মামলার চার্জ শুনানি শেষে অসামি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম লিটনসহ ১৫ বিএনপি নেতাকে অব্যহতি দেন। এ সময় আদালত ওই মামলায় আসামি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মুক্তি, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কাওছার হাওলাদারসহ পাঁচ আসামির বিরুদ্ধে চার্জ গ্রহণ করেন।

 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ অক্টোরব রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের নাজিরপুর-রঘুনাথপুর সড়কের রামনগর এলাকার খোকন ঠাকুরের বাড়ি সংলগ্ন পাকা রাস্তা কেটে ফেলেন। এ অভিযোগে ওই রাতে মাহফুজুর রহমান মুক্তিসহ পাঁচ জনকে আটক করে থানা পুলিশ। পরে ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা থানা পুলিশের এসআই মো. জসিম উদ্দিন ২০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ওই মামলায় গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে জেলা দায়রা জজ আদালত চার্জ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ০৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।