শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে 'যে জীবন জনতার' কমরেড আ ফ ম মাহবুবুল হক স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
কমরেড মাহবুবুল হক প্রসঙ্গে বক্তারা বলেন, কমরেড আ ফ ম মাহবুবুল হক একজন সৎ, নির্লোভ এবং সাহসী রাজনৈতিক ব্যক্তি ছিলেন।
‘যে জীবন জনতার’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও পাঠ উন্মোচন করেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
প্রকাশনা উৎসবে বাংলাদেশ জাসদের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া সভাপতিত্ব করেন। সভাটি পরিচালনা করেন কবি মোহন রায়হান।
প্রকাশনা উৎসবের আলোচনা সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সহ-সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, জাসদ নেত্রী তানিয়া রব, মাহবুবুল হকের সহধর্মিণী কামরুন নাহার বেবি, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস, জাসদের স্থায়ী কমিটির সদস্য মোশারফ হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই আ ফ ম মাহবুবুল হকের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্মারকগ্রন্থের সম্পাদনা পরিষদের সদস্য রওনক করিম বন্যা।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
আরকেআর/এএ