ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রমাণিত হয়েছে দেশে গণতন্ত্র নেই: ড. মোশাররফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
প্রমাণিত হয়েছে দেশে গণতন্ত্র নেই: ড. মোশাররফ

ঢাকা: দেশে যে গণতন্ত্র নেই- সদ্য শেষ হওয়া ঢাকার দুই সিটি নির্বাচনে অংশ নিয়ে বিএনপি আবারও প্রমাণ করেছে মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এটাই হচ্ছে আমাদের সফলতা হচ্ছে যে, আবারও প্রতিষ্ঠিত হলো দেশে গণতন্ত্র নেই।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, ঢাকার সিটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারলে বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হতো।

এই সরকারের গণতন্ত্র হত্যা, ডাকাতি, চুরি, রাহাজানি, লুট, ক্যাসিনোর কারণে জনগণ বিক্ষুব্ধ ছিল। তারা এর জবাব দিতে চেয়েছিল। এটা বুঝতে পেরে সরকার জনগণকে ভোট দিতে বিরত রাখার পরিবেশ সৃষ্টি করে। জনগণও তাদের প্রত্যাখান করে ভোট দিতে আসেনি।  

পড়ুন>> এই সরকার দেশের জনগণকে ভয় পায়: মঈন খান

‘আন্দোলনের অংশ হিসেবে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। ঢাকা শহরে বিশেষ করে দক্ষিণে ও উত্তরে জনগণের মধ্যে ধানের শীষ ও কাউন্সিলরদের পক্ষে যে জনসমর্থন সৃষ্টি হয়েছিল সেটা মিডিয়ার মাধ্যমে দেশের মানুষ দেখেছে। ’

তিনি বলেন, এই সরকার এই নির্বাচনকে ইভিএমের মাধ্যমে করেছে কারণ- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সম্মুখীন হতে সাহস পায়নি। ২৯ তারিখে ভোট ডাকাতি করেছে। তারা মনে করেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আগের রাতে ভোট ডাকাতির যে কৌশল সেটা আমরা জেনে ফেলেছি। সেজন্য সে কৌশলে না গিয়ে ইভিএম কৌশল গ্রহণ করেছে।

ড. মোশাররফ বলেন, এখানে আমাদের কাউন্সিলররা সবাই বলেছেন, নির্বাচনে ৭ ভাগের বেশি ভোটার উপস্থিত হয়নি। তারপরও দক্ষিণে ২৯ আর উত্তরে ২৫ ভাগ ভোট দেখানো হয়েছে ইভিএম কারচুপির মাধ্যমে। ইভিএম যে গ্রহণযোগ্য নয় সেটা প্রমাণিত হয়েছে। স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারের আঙ্গুলের ছাপ মেশিন গ্রহণ করেনি।  

‘তিনি প্রিসাইডিং অফিসারের ছাপে ভোট দিয়েছেন। এতেই প্রমাণিত হয়েছে এই মেশিন কত ত্রুটিপূর্ণ। এইভাবে প্রিসাইডিং ও এসিস্টেন্ট প্রিসাইডং আঙ্গলের ছাপ দিয়ে কতজন ভোট দিয়েছে। সেটা গণনা থেকে বোঝা যায়। ’

বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. মোশাররফ বলেন, দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন। আমরা দেখেছি একটি মিথ্যা ফরমায়েশি মামলায় তাকে কারাগারে রাখা হয়েছে। এর একমাত্র কারণ যে যারা আজকে সরকারে আছে তারা গণতন্ত্রের পক্ষে নয়, দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে। সেই গণতন্ত্র যাতে পুনরুদ্ধার না হয় সেজন্য আমাদের নেত্রী কারাগারে।

ডিএসসিসি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় দলটির অপর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি নেতা আবদুস সালাম, আব্দুস সালাম আজাদ, রফিক সিকদার, শিরিন সুলতানা, কাজী মফিজুর রহমান প্রমুখ আরও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এমএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।