শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাঙালি জাতি বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বিএনপি মহাসচিব বলেন, ৫২ চেতনাকে ভিত্তি করে ভাষা আন্দোলন হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতার ৪৮ বছর পরে সেই গণতান্ত্রিক চেতনা বর্তমানে দখলদার সরকার জনগণের ভোটের অধিকার হরণ করেছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে একদলীয় একটি রাষ্ট্রব্যবস্থা কায়েম করার সব অপকৌশল প্রয়োগ করছে।
তিনি আরো বলেন, গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটক করে রেখেছে। সমগ্র জাতি যখন আজকের এই মহান দিবসটি পালন করছে তখন আমরা বলতে বাধ্য হচ্ছি, দেশে কোনো গণতন্ত্র নেই, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। আইনের শাসন নেই এবং দেশে কোনো ন্যায় বিচার নেই। আজকের এই মহান দিনে আমরা শপথ গ্রহণ করছি, আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো এবং খালেদা জিয়াকে মুক্ত করবো।
বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
আরকেআর/এসএইচ