ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হবিগঞ্জের ৮ উপজেলা ও পৌর আ’লীগের সম্মেলন মার্চ-এপ্রিলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
হবিগঞ্জের ৮ উপজেলা ও পৌর আ’লীগের সম্মেলন মার্চ-এপ্রিলে ছবি: সংগৃহীত

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার ৮ উপজেলায় আওয়ামী লীগের সম্মেলন আগামী মার্চ ও এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। ১৩ মার্চ থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে ৫ এপ্রিল পর্যন্ত এই সম্মেলনগুলো অনুষ্ঠিত হবে। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির।

সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৩ মার্চ আজমিরীগঞ্জ, ১৪ মার্চ মাধবপুর, ১৯ মার্চ বাহুবল, ২৮ মার্চ হবিগঞ্জ সদর, ২৯ মার্চ চুনারুঘাট, ৩০ মার্চ নবীগঞ্জ, ৩১ মার্চ বানিয়াচং ও ০৫ এপ্রিল অনুষ্ঠিত হবে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন।

জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় প্রতিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সকল উপজেলায়ই জাঁকজমকপূর্ণ সম্মেলনের প্রস্তুতি চলছে। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০ 
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।