ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চাল কিনতে দিশেহারা নিম্ন আয়ের মানুষ: ন্যাপ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, মার্চ ২, ২০২০
চাল কিনতে দিশেহারা নিম্ন আয়ের মানুষ: ন্যাপ

ঢাকা: দেশে হঠাৎ করেই চালের বাজারে বাড়ছে উত্তাপ, এতে দিশেহারা হয়ে পড়ছে নিম্ন আয়ের মানুষ মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) বলেছে, মাসখানেক আগে চালের মূল্য কিছুটা কমে স্থিতিশীল হয়েছিল। ভারতে চালের দাম বাড়ার অজুহাতে দেশে আবারও বেড়েছে। আড়তদার-মজুতদারদের সিন্ডিকেটের কারণে চালের দাম দফায় দফায় বাড়ছে। সরকারের বাজার মনিটরিং সেলের এ ব্যাপারে কোনো ভূমিকা নেই। এর ফলে বেশি দামে চাল কিনতে গিয়ে দিশেহারা সাধারণ মানুষ।

সোমবার (২ মার্চ) ন্যাপ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া এসব কথা বলেন।

তারা বলেন, রাজধানীসহ সারাদেশের পাইকারি ও খুচরা বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও মোটাচালসহ সব ধরনের চাল কেজিপ্রতি ৩ থেকে ৮ টাকা বেড়েছে।

কোনো কারণ ছাড়াই রমজানের আগে দেশে বাড়ছে চালের দাম। আর চালের দাম নিয়ন্ত্রণে মনে হচ্ছে নির্বিকার সরকার। আবার দাম বাড়ার এ বিষয়টিও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ মানতে চাচ্ছেন না। তাদের দাবি, চাহিদার কারণে চিকন চালের দাম বাড়লেও, কোথাও মোটা চালের দাম বাড়েনি। কিন্তু বাজারের তথ্য এর সম্পূর্ণ বিপরিত। সম্প্রতি বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে।

তারা আরও বলেন, চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে সরকারি ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করা জরুরি। চাহিদা ও সরবরাহে সামঞ্জস্য রাখতে হবে। এসবের জন্য বাজার মনিটরিং যথাযথ হতে হবে। খেয়াল রাখতে হবে, ব্যবসায়ী যেন সিন্ডিকেট করতে না পারে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের অবশ্যই মাঠ পর্যায়ে যেতে হবে। পাশাপশি পণ্যবাহী ট্রাক থেকে পুলিশের চাঁদা আদায় ও পথে পথে চাঁদাবাজিও বন্ধ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।