ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বেগমগঞ্জে শিবিরের হামলার ঘটনায় আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মার্চ ২, ২০২০
বেগমগঞ্জে শিবিরের হামলার ঘটনায় আটক ৪

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের পলোয়ান বাজারে শিবিরের হামলায় ছাত্রলীগের পাঁচ কর্মী আহত হওয়ার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) ভোরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই ইউনিয়নের কৃষ্ণাপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে ফারুক আহম্মদ (৪২), একই গ্রামের নূর নবীর ছেলে মাসুদ আলম (৩০), জয়নারায়ণপুর গ্রামের আনোয়ার উল্যার ছেলে আকরাম হোসেন (২৪) ও ইব্রাহীম (৩০)।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, আটকদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

এর আগে ০১ মার্চ (রোববার) রাত ৮টার দিকে উপজেলার ১ নম্বর আমানুল্লাপুর পলোয়ান বাজারে শিবিরের হামলায় হাবিব নামে ছাত্রলীগের একজন গুলিবিদ্ধসহ আহত হন অন্তত পাঁচজন। আহত অন্যরা হলেন- রনি, মনু, রায়হান ও রাকিব। এদের মধ্যে রাকিব দুপুরে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

** বেগমগঞ্জে শিবিরের হামলায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু
** বেগমগঞ্জে শিবিরের হামলায় গুলিবিদ্ধসহ আহত ছাত্রলীগের পাঁচজন 

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।