ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শনিবার যুবলীগের কমিটি, পরের সপ্তাহে আ.লীগের উপকমিটি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
শনিবার যুবলীগের কমিটি, পরের সপ্তাহে আ.লীগের উপকমিটি ঘোষণা সংবাদ সম্মেলন

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শনিবার (১৪ নভেম্বর) বিকেলে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটি আগামী সপ্তাহে ঘোষণা করা হবে।

 

শুক্রবার (১৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, আমরা আমাদের সহযোগী সংগঠনের কমিটিগুলো এরমধ্যে দিয়ে দিয়েছি। শুধুমাত্র বাকি ছিল যুবলীগ। আগামীকাল বিকেলে আমরা যুবলীগের কমিটি দিয়ে দেবো এবং আগামী সপ্তাহে আমরা আমাদের কেন্দ্রীয় সাব-কমিটিগুলো দিয়ে দেবো, নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন।  

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ঘোষণার বিষয়ে তিনি আরও বলেন, সাব-কমিটির চেয়ারম্যান কয়েকজন বাকি ছিল, চারজন অলরেডি হয়ে গেছে। কমিটিগুলো বেশিরভাগ জমা হয়েছে। দুই তিনটা বাকি আছে এগুলো আমরা আগামী সপ্তাহে দিয়ে দেবো। আমাদের জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের যেসব সম্মেলন হয়নি সে সব সম্মেলন করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব সম্মেলন হয়ে গেছে কমিটিগুলো আমাদের বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা খোঁজখবর নিচ্ছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ বাকি আছে,      এগুলোও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, শিগগিরই আমরা দিয়ে দেবো সব কমিটি।

এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
এসকে/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।