ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আবারও খেলা শুরু হয়েছে: শামীম ওসমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
আবারও খেলা শুরু হয়েছে: শামীম ওসমান ...

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আবারো খেলা শুরু হয়েছে। শুরু হয়েছে ষড়যন্ত্র।

বিশ্বের কাছে দেশকে অকার্যকর করার চেষ্টা চলছে। এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বার বার জাতির জনকের পরিবার ও দেশকে নিয়ে ষড়যন্ত্র হয়, তাই চোখ কান খোলা রাখতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ইসদাইরে সামসুদ্দোহা ক্রিকেট কমপ্লেক্সে মুজিববর্ষ উপলক্ষে মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ যা ডিজার্ভ করে তা নারায়ণগঞ্জ পায়নি। যদি তা পেত তাহলে নারায়ণগঞ্জের চেহারা ভিন্ন হতো। জাতির জনক বঙ্গবন্ধু নারায়ণগঞ্জকে অনেক ভালোবাসতেন। এই নারায়ণগঞ্জেই আওয়ামী লীগের জন্ম হয়েছে, বাইতুল আমানে আমার দাদার বাড়িতে। যদি তিনি বেঁচে থাকতেন তাহলে গোপালগঞ্জের চেয়ে নারায়ণগঞ্জ বেশি উন্নত হতো।

‘ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অতি শিগগির ৬ লেনে উন্নীত করা হবে। ইতোমধ্যে এজন্য বাজেট পাশ হয়েছে। তবে এই লিংক রোডের পাশে ময়লার দুর্গন্ধ খুবই পীড়াদায়ক। আমি কারো নাম বলবো না। বাড়ির সামনে ময়লা ফেলা কুরুচির পরিচয় বহন করে। ’

তিনি আরও বলেন, ইতোমধ্যে সিদ্ধিরগঞ্জের আদমজী সড়কটি সম্পন্ন হয়েছে। ডিএনডির কাজ চলছে, এতে আরও ৯শ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই ডিএনডি প্রজেক্ট বাস্তবায়ন সম্পন্ন হলে নারায়ণগঞ্জের দৃশ্য অনেক পাল্টে যাবে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।