ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অর্থের উৎস খোঁজা হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
জন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অর্থের উৎস খোঁজা হচ্ছে ওবায়দুল কাদের। ফাইল ছবি

নোয়াখালী: জন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অর্থের উৎস খোঁজা হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যারা অর্থের সরবরাহ করছে, তাদের বিচারের আওতায় আনা হবে।  

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলা বাজারের জিরো পয়েন্টে উপজেলা আওয়ামী লীগের প্রয়াত পাঁচ নেতার স্মরণে আয়োজিত স্মরণ সভায় ভার্চ্যুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন ও নির্বাচনে একের পর এক ব্যর্থ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে আবারও আগুন সন্ত্রাসের পথ বেঁচে নিয়েছে। নির্লজ্জভাবে তারাই আবার বলে বেড়ায় যে, তারা না-কি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়। দেশের মানুষ জানে এদেশে পেট্রোল বোমা আর আগুন সন্ত্রাসের জনক হচ্ছে বিএনপি।

গানপাউডার দিয়ে মানুষ পোড়ানো বিএনপির অপরাজনীতির ধারাবাহিকতা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২০১৩- ১৪ সালের আগুন সন্ত্রাস তার প্রমাণ। তারা অস্বীকার করলেও জনগণ ভুলে যায়নি। এখনও সময় আছে। বিএনপি অপরাজনীতি থেকে ফিরে না এলে, আগুনের লেলিহান শিখায় তাদের রাজনীতির অপমৃত্যু ঘটবে বলে দেশের জনগণ মনে করে।  

সেতুমন্ত্রী বলেন, শান্তি স্বস্তি নষ্ট করে, ভয়ের স্থিতিশীলতা তৈরি করতে তারা গুজবের, অপপ্রচারের আর আগুন সন্ত্রাসের পথ বেঁচে নিয়েছে। যারা এসব অপকর্মে, দেশবিরোধী কর্মকাণ্ডের, আগুন সন্ত্রাসের ফান্ডিং করছে, তাদেরও বিচারের আওতায় আনা হবে।  

ওবায়দুল কাদের আরও বলেন, জনগণ ও রাষ্ট্রের সম্পদ, কারও জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন এজেন্ট পর্যন্ত দিতে পারে না। অথচ নির্বাচন হয়ে গেলে প্রতিবাদ করে।
 
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।  

প্রয়াত তিন নেতা হলেন- সুধারাম থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও কবিরহাট উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মফিজ উল্যাহ, কবিরহাট
উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা এনামুল হক বাঙ্গালী, কবিরহাট পৌরসভার কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আফসার রতন ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।