ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের যাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের যাত্রা

ঢাকা: যাত্রা শুরু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সহায়ক প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

রোববার (২৯ নভেম্বর) রাত সোয়া ৮টায় রাজধানীর একটি হোটেলে বর্ণাঢ্য আয়োজনে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড দেশে পেশাদারিত্বমূলক আর্থিক ব্যবস্থাপনা সেবার ক্ষেত্রে শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। বাংলাদেশে ভবিষ্যতে বড় বিনিয়োগের ক্ষেত্র তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়ায় বিনিয়োগে সবচেয়ে সম্ভাবনাময় দেশ বাংলাদেশ। সেই সম্ভাবনা কাজে লাগাবে ইউসিবি। ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড চতুর্থ প্রজন্মের ব্যাংকিং সেবা দিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করবে।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ তৈরি করেছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে ইউসিবির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী বলেন, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ব্যাংকিং জগতে শীর্ষ স্থানে উঠে আসবে। ইউসিবি ম্যানেজমেন্ট সুশাসন নিশ্চিত করে গ্রাহকদের আস্থা অর্জন করছে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ প্রকল্পের তহবিল গঠনের ক্ষেত্রে ইউসিবি অন্যতম প্রবর্তক। এখন পর্যন্ত ইউসিবি সব বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ওই বিশেষ তহবিল থেকে সর্বাধিক পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে।  ইউসিবির সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড নিয়েও আমরা বেশ আশাবাদী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউসিবির পরিচালক অধ্যাপক ড. মো. জোনায়েদ শফিক, ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল ও ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও তানজিম আলমগীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।