ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

২৩ পৌরসভায় বিএনপির মনোনয়ন পেলেন যারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
২৩ পৌরসভায় বিএনপির মনোনয়ন পেলেন যারা

ঢাকা: আগামী ২৮ ডিসেম্বর ২০২০ অনুষ্ঠেয় পৌরসভা মেয়র নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রত্যয়নপত্র চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এবং তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজুদ্দিন নসু প্রার্থীদের হাতে তুলে দিয়েছেন।

 

মনোনয়ন পেয়েছেন যারা
পঞ্চগড় জেলার পঞ্চগড় পৌরসভায় মো. তৌহিদুল ইসলাম, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মো. রেজাউল করিম (রাজা), দিনাজপুরের ফুলবাড়ীতে মো. শাহাদাৎ আলী, রংপুরের বদরগঞ্জে মো. ফিরোজ শাহ, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম পৌরসভায় মো. শফিকুল ইসলাম, রাজশাহীর পুঠিয়ায় মো. আল মামুন, কাটাখালীতে আধ্যাপক মো. সিরাজুল হক, সিরাজগঞ্জের শাহজাদপুরে মো. মাহমুদুল হাসান, কুষ্টিয়ার খোকসায় রাজু আহমেদ, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভায় মো. সিরাজুল ইসলাম (মনি), খুলনার চালনায় মো. আবুল খায়ের খান মনোনয়ন পেয়েছেন।

বরগুনার বেতাগীতে মো. হুমায়ুন কবির, পটুয়াখালীর কুয়াকাটায় মো. আবদুল আজিজ, বরিশালের উজিরপুরে মো. শহিদুল ইসলাম খান, বরিশালের বাকেরগঞ্জে এস এম মনিরুজ্জামান, ময়মনসিংহের গফরগাঁওয়ে শাহ আব্দুল্লাহ আল-মামুন, নেত্রকোনার মদনে মো. এনামুল হক, মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ পৌরসভায় মো. আতাউর রহমান আতা, গাজীপুরের শ্রীপুরে মো. শহিদুল্লাহ শহিদ, সুনামগঞ্জের দিরাইয়ে মো. ইকবাল হোসেন চৌধুরী, মৌলভীবাজারের বড়লেখায় আনোয়ারুল ইসলাম, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এম এফ আহমেদ অলি ও চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. আবুল মুনছুর বিএনপির মনোনয়ন পেয়েছেন।

প্রথম ধাপে ২৫ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৮ ডিসেম্বর। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ২৫ পৌরসভার ভোটগ্রহণ করা হবে। ২৫ পৌরসভায় নির্বাচন হলেও ২৩ পৌরসভায় মেয়র পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। বাকি দু’টির বিষয়ে দলটির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

এছাড়া এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ সময় ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।