ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবা‌দে ব‌রিশা‌লে বি‌ক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবা‌দে ব‌রিশা‌লে বি‌ক্ষোভ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবা‌দে ব‌রিশা‌লে আওয়ামী লীগ নেতাকর্মীদের বি‌ক্ষোভ

ব‌রিশাল: কু‌ষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ভাস্কর্য ভাঙচু‌রের প্রতিবা‌দে ব‌রিশা‌লে বি‌ক্ষোভ মি‌ছিল এবং সমাবেশ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ।

রোববার (৬ ডি‌সেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগ‌রের সদর রোডের আওয়ামী লী‌গ কার্যালয়ের চত্বর থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি সদর রোড, লাইন রোড, চকবাজার, ফজলুল হক অ্যাভিনিউ হয়ে ফের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলের অগ্রভাগে ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

সমাবেশ চলাকালে ‘হৈ হৈ রৈ রৈ, জামাত-শিবির গেলি কই? ধরি ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না, বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নাই, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’— এ ধরনের বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এসময় নেতারা ব‌লেন, মৌলবাদীরা মূর্তির সঙ্গে ভাস্কর্য‌কে গু‌লিয়ে ফে‌লে‌ছে। দু’টি ভিন্ন জি‌নিস। কোনোভা‌বে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনা বরদাস্ত করা হ‌বে না। যে‌কোনো মূ‌ল্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে। এর বিরোধিতাকারী মৌলবাদী চক্রের বিষদাঁত ভেঙে ফেলার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

এর আগে একই ইস্যুতে শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডি‌সেম্বর ০৬, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।