ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ

ঢাকা: কুষ্টিয়ায় রাতের অন্ধকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে। এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে শাস্তি দাবি করেছেন নেতাকর্মীরা।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এসব সংগঠন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।  

সংগঠনগুলোর মধ্যে রয়েছে যুবলীগ, যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও মৎস্যজীবী লীগ। এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগের ২০ নম্বর ওয়ার্ডের উদ্যোগেও প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এসব মিছিল-সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেয়।  

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা ও ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে আয়োজিত এসব কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্যে দিয়ে গোটা বঙ্গবন্ধু অ্যাভিনিউ উত্তপ্ত হয়ে ওঠে।

বিকেল ৩টায় যুবলীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। এই সমাবেশ থেকে স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী বিএনপি-জামায়তের ইন্ধনে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়। সমাবেশ থেকে যুবলীগের নেতারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।  

পাশাপাশি এই অপশক্তিকে প্রতিহত করতে যুবলীগ রাজপথে থাকার ঘোষণা দেয়। এসময় যুবলীগের সমাবেশ থেকে সংগঠনের নেতাকর্মীদের পাড়া, মহল্লা, মসজিদ, মাদ্রাসায় বসে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী কোনো অপতৎপরতায় লিপ্ত হয় কিনা সে দিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুলিস্তান, নুর হোসেন স্কয়ার, পুরানা পল্টন মোড় প্রদক্ষিণ করে। এরপর মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

একই সময় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে স্বেচ্ছাসেবক লীগ।  

এছাড়া কৃষক লীগ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ শেষে সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করে মিছিল করে। এসময় যুব মহিলা লীগের নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন।

একই সময় বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের পাশে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করে শাহাবাগ থানার অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। এখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর ফরিদউদ্দিন আহমেদ রতন।  

এই সমাবেশ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাড়া ও ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীদের প্রতিহত করতে রাজপথে থাকার ঘোষণা দেওয়া হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও গুলিস্তান এলাকা প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।