ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাংবাদিকের ওপর হামলা, ছাত্রলীগ নেতার নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
সাংবাদিকের ওপর হামলা, ছাত্রলীগ নেতার নামে মামলা

কুষ্টিয়া: সংবাদ সংগ্রহের সময় কুষ্টিয়ায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দিপ্ত টিভির কুষ্টিয়া প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার এবং তার ক্যামেরা পারসনকে মারধর ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ আহম্মেদকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।  

এছাড়া মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ১৫/২০ জনকে।

রোববার (০৬ ডিসেম্বর) কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন দেবেশ।  

বর্তমানে আহত সাংবাদিক দেবেশ এবং তার সহযোগী ক্যামেরা পারসন হারুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মামলা সূত্রে জানা যায়, ০৫ ডিসেম্বর সন্ধ্যায় কুষ্টিয়া শহরের এসবি পরিবহনের কাউন্টারে হামলার দৃশ্য ধারণ করতে গেলে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদের নেতৃত্বে কয়েকজন দেবেশ ও হারুনকে মারধর করেন এবং ক্যামেরা ছিনিয়ে নিয়ে যান।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।