ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে উসকানিদাতাদের গ্রেফতার দাবি 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে উসকানিদাতাদের গ্রেফতার দাবি 

ঢাকা: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী, উসকানিদাতা, উত্তেজনা-অশান্তি সৃষ্টিকারীদের গ্রেফতারের দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য শিরিন আখতার।  

মঙ্গলবার ( ৮ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউ জাসদ কার্যালয়ের সামনে যুব জোটের সমাবেশে তিনি এ দাবি করেন।

 

শিরিন আখতার বলেন, বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা। ভাস্কর্যবিরোধীরা বাংলাদেশ রাষ্ট্র, সংবিধান, মুক্তিযুদ্ধ কিছুই মানে না। নারীদের অসম্মান করে এরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্ম অবমাননা করছে, এদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।  

সমাবেশ থেকে শিরীন আখতার অবিলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী, উসকানিদাতা, উত্তেজনা-অশান্তি সৃষ্টিকারীদের গ্রেফতারের দাবি জানান।  

জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সভাপতি কাজী সালমা সুলতানা, আমিনুল আজিম বনি, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান, পল্টন মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।