ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ আজো স্বাধীন হত না: রেজাউল করিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ আজো স্বাধীন হত না: রেজাউল করিম ভার্চ্যুয়াল আলোচনা সভা।

পিরোজপুর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ আজো স্বাধীন হত না। এদেশের মানুষ পাকিস্তানীদের গোলামীতে জিম্মি থাকতো।

তিনি জীবন বাজী রেখে দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এদেশের মুক্তিযোদ্ধারা তার ডাকে সেদিন সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন।  

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) পিরোজপুর মুক্ত দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল আলোচনায় বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।  

শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব অডিটরিয়ামে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক খান প্রমুখ।

এ সময়  মন্ত্রী আরো  বলেন, স্বাধীনতাবিরোধী চক্র আজ আবার মাথাচাড়া দিয়ে উঠেতে চাচ্ছে। তারা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার অবদান ও ত্যাগের কথা স্বীকার করতে কষ্ট পাচ্ছে। এ সব স্বাধীনতাবিরোধী চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।  

তিনি বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকিস্তানী পাক হানাদারদের কাছ থেকে পিরোজপুর মুক্ত হয়। পিরোজপুরের শহীদ মুক্তিযোদ্ধাসহ সব মুক্তিযোদ্ধারা আমাদের পিরোজপুরকে মুক্ত করতে যে ত্যাগ স্বীকার করেছেন তা আমরা কখনো ভুলবো না।

এর আগে একই দিন সকালে শহরের ভাগিরথী চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ এবং বিভিন্ন সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।