ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চৌধুরী কামাল ইবনে ইউসুফের দাফন ১১ ডিসেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
চৌধুরী কামাল ইবনে ইউসুফের দাফন ১১ ডিসেম্বর চৌধুরী কামাল ইবনে ইউসুফ

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের দাফন শুক্রবার (১১ ডিসেম্বর) ফরিদপুর জেলায় হবে।   বুধবার (৯ ডিসেম্বর) বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার এশার নামাজের পর গুলশান আজাদ মসজিদে মরহুমের প্রথম জানাজা হবে। এরপর মরদেহ ঢাকায় হাসপাতালে রাখা হবে। শুক্রবার বিকেল ৩টায় মরহুমের নিজ এলাকা ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে নামাজে জানাজার পর তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তিনি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ সবাইকে জানাজায় শরীক হওয়ার আহ্বান জানান।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ বুধবার দুপুর একটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা,  ডিসেম্বর ৯, ২০২০
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।