ঢাকা: শফিউল বারী বাবু জাতীয়তাবাদী আদর্শের একজন দক্ষ সংগঠক ছিলেন, দেশের চরম ক্রান্তিলগ্নে তিনি স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করে দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দলের প্রতি তার অবদান বিএনপি আজীবন স্মরণ রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে সাবেক ছাত্রনেতা ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুর ইস্কাটনের বাসায় যান মির্জা ফখরুল। এসময় তিনি প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন ও তার দু’সন্তান নুজহাত ফাতেমা বারী, আহইয়ান বারী রয়ীদের খোঁজখবর নেন এবং সন্তানদের মাথায় আদর ও স্নেহের পরশ বুলিয়ে দেন।
এসময় সিঙ্গাপুর বিএনপির পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল আর্থিক সহায়তার একটি চেক পুত্র সন্তানের হাতে তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া (জুয়েল) যুগ্ম সাধারণ সম্পাদক ছাদরেজ জামান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক নেতা একিউএম বদরুদ্দোজা শওকত, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় যুগ্ম-আহ্বায়ক নাছির উদ্দিন নাছির, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ওমর ফারুক শাকিল চৌধুরী, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আপেল মাহমুদ প্রমুখ।
শফিউল বারী বাবু চলমান বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের শুরু থেকে নিরন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন ত্রাণসামগ্রী নিয়ে। এ মানবিক কার্যক্রম পরিচালনার মধ্যেই গত জুলাই মাসে হার্ট অ্যাটাকে মারা যান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এমএইচ/এফএম