ঢাকা: বুধবার রাত ৩টায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপীবাগের বাসভবনে হামলা এবং ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বিজয় দিবসের অনুষ্ঠান পালন করতে যাওয়ার পথে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৬ ডিসেম্বর) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একজন তরুণ বিএনপি নেতা ও সমাজসেবক।
তিনি বলেন, মহান বিজয় দিবসে শান্তিপূর্ণভাবে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণ করতে গেলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আবারো প্রমানিত হলো বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। একটি গণতান্ত্রিক দেশে এখন রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশের ওপরই কেবল বাধা দেওয়া হচ্ছে না, বরং যেকোনো জাতীয় দিবসের অনুষ্ঠানসূচির ওপরও কাপুরুষোচিত হামলা চালানো হচ্ছে।
তিনি অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসভবনে হামলাকারীদেরসহ ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এমএইচ/এইচএডি