ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইশরাকের বাসায় হামলার নিন্দা জানালেন মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
ইশরাকের বাসায় হামলার নিন্দা জানালেন মির্জা ফখরুল ...

ঢাকা: বুধবার রাত ৩টায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপীবাগের বাসভবনে হামলা এবং ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বিজয় দিবসের অনুষ্ঠান পালন করতে যাওয়ার পথে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৬ ডিসেম্বর) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একজন তরুণ বিএনপি নেতা ও সমাজসেবক।

তার সমাজসেবামূলক কর্মকাণ্ড ও জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়েই ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা গতরাতে তার বাসভবনে হামলা চালিয়েছে। এ ধরনের হামলায় নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। আসলে আওয়ামী লীগের কোনো চেতনাই নেই, তাদের একটিই চেতনা, আর সেটি হলো ক্ষমতাভোগের চেতনা।

তিনি বলেন, মহান বিজয় দিবসে শান্তিপূর্ণভাবে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণ করতে গেলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আবারো প্রমানিত হলো বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। একটি গণতান্ত্রিক দেশে এখন রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশের ওপরই কেবল বাধা দেওয়া হচ্ছে না, বরং যেকোনো জাতীয় দিবসের অনুষ্ঠানসূচির ওপরও কাপুরুষোচিত হামলা চালানো হচ্ছে।

তিনি অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসভবনে হামলাকারীদেরসহ ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এমএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।