ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি অনিক, সা. সম্পাদক হাফিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি অনিক, সা. সম্পাদক হাফিজ সভাপতি আতিকুর রহমান অনিক ও সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা ছাত্রলীগের আতিকুর রহমান অনিককে সভাপতি এবং শেখ হাফিজ চ্যালেঞ্জকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক কর্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ