ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের সমাবেশে প্রতিপক্ষের ছুরিকাঘাত, আহত দুই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
স্বেচ্ছাসেবক দলের সমাবেশে প্রতিপক্ষের ছুরিকাঘাত, আহত দুই

যশোর: যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের সমাবেশে দলীয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়কসহ দু’জন জখম হয়েছেন।  

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, উপজেলার মোবারকপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাগর (২২) এবং একই গ্রামের রাহাত জানের ছেলে সামিনুর রহমান (২৫)।

আহত সাগর সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝিকরগাছা বাজারে দলীয় সমাবেশের কার্যক্রম শেষ পর্যায়ে থাকা অবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পিয়াল ও ছাত্রদল নেতা রানা তাকে ছুরিকাঘাত করেন। এ সময় সামিনুর ঠেকাতে গেলে প্রতিপক্ষরা তাকেও ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।  

জরুরি বিভাগের ডা. আব্দুর রশিদ জানান, আহত সাগরের অবস্থা গুরুতর। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে। আর সামিরুল হাতে ছুরিকাঘাতপ্রাপ্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
ইউজি/এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।