ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে বিএনপির সমাবেশে সামনে বসা নিয়ে হাতাহাতি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
রাজশাহীতে বিএনপির সমাবেশে সামনে বসা নিয়ে হাতাহাতি 

রাজশাহী: রাজশাহীতে সরকারবিরোধী বিক্ষোভ সমাবেশ করতে গিয়ে সামনের সারিতে বসা নিয়ে নিজেদের মধ্যেই হাতাহাতি করেছে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর মালোপাড়ায় বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে এ সমাবেশের ডাক দিয়েছিল রাজশাহী মহানগর বিএনপি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশ চলাকালীন সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু উপস্থিতিতেই দলের নেতাকর্মীরা তুচ্ছ ঘটনা কেন্দ্র করে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে দলের জ্যেষ্ঠ নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সমাবেশে সামনের সারিতে বসা কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক সিটি মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান মিনু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।